ব্রিটবাংলা ডেস্কঃ২৯ জানুয়ারী ২০১৮ সোমবার সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের ব্লু মুন মিডিয়া সেন্টারে সিলেট সিটি ক্লাব ইউকের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রেজাউর রহমান চৌধুরী টিটু।
সংগঠনের সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুবিন চৌধুরী।
ব্যতিক্রমী এই মতবিনিময় অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল বাছিত তপু ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ এমরান আহমদ।
অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, সিলেট সিটি কর্পোরেশনে তিনি প্রবাসী ডেক্স পরিচালনার ব্যবস্থা নিবেন অচিরেই।
তিনি সবার কাছে অনুরোধ করেন দেশে থাকা বাসা বাড়ি ভাঙ্গার ব্যাপারে কেউ যদি কোন টাকা দাবি করে তাহলে তাঁর সাথে সরাসরি যোগাযোগ করার জন্য বলেন। এছাড়াও যে কোন ব্যাপারে তাঁর সাথে যোগাযোগ করার অনুরোধ জানান।
হল ভর্তি দর্শকের বিভিন্ন প্রশ্নের উপর দেন মেয়র আরিফ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র সেলিম উল্লাহ, কাউন্সিলার ফারুক চৌধুরী, সিলেট সদর উত্তর এসোসিয়েশনের সদস্য সচিব শাহিন আহমদ জয়েদ, সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক সাংবাদিক সাঈম চৌধুরী, ব্রিটবাংলা২৪ এর নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু, সাবেক সভাপতি সামসুজ্জামান সাবুল, সাবেক সহ সভাপতি মাসুক আহমদ, শাহীন আহমদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য জামাল উদ্দিন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি সেলিম হোসেন, সাবেক সহ সভাপতি শাহীন মোস্তফা, আবু বকর ফয়েজী সুমন, শাহ নুরুল আমীন খোকা, জহির চৌধুরী বাবর, সামসুল হক চৌধুরী মিলু, সাবের চৌধুরী মহসিন, জাবেদ ইকবাল, আনঞ্জুম রহমান, তাজ আহমদ, রিজভী আহমদ বাপ্পী, এমদাদ হোসেইন টিপু, মহিলা সম্পাদিকা সেগুপ্তা আহমেদ সেগু, সহ মহিলা সম্পাদিকা রেহানা বেগম, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, শহীদুল ইসলাম মামুন, সুজ্জাদ আহমদ, তপু শেখ, ফাহিম আনোয়ার বাপ্পী, রুবেল আহমদ, আশরাফ রহমান, মোহানুজ্জামান চৌধুরী মহান, মিজানুর রহমান মিজান, এলাহী বকস এনাম, আব্দুল কাদির সমসু, মোস্তাক আহমদ চৌধুরী, মীর জসিম উদ্দিন জিলহাদ, রাজিব আহমদ, আবুল হাসনাত খান, কামাল আহমদ, মোহাম্মদ হাবিবুর রহমান বাবলু, সঞ্জিত দাস, আব্দুল্লাহ রহিম বাপন, শামীম আহমদ রাসেল, জাহাঙ্গীর হোসেইন, হুমানুর রহমান, তানভীর খান রিফাত, আনসার আহমদ, আবু সায়িদ চৌধুরী শাকিল, মনসুর আলী, জয়নাল আবেদীন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সভাপতি ও সাধারন সম্পাদক মেয়র আরিফকে ফুল দিয়ে বরণ করেন আর শেষ হয় সিলেট সিটি ক্লাবের উপস্থিত সকল সদস্যদের অংশগ্রহণে অতিথিতে ক্রেষ্ট প্রদান করে।