সিসিক মেয়রের সুস্থতা কামনা ব্রিটিশ হাই কমিশনারের

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই কামনা করেন ব্রিটিশ হাই কমিশনার। এ সময় তিনি মেয়রের চিকিৎসার খোঁজ খবর নেন।বাংলাদেশে দায়িত্ব পালনের সময় সিলেটে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসনের শেষ সফরে এটি।মেয়রের সঙ্গে সাক্ষাতের পর উভয়ের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয়। এ সময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়।এতে উপস্থিত ছিলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী সামা হক চৌধুরী, যুক্তরাজ্য দূতাবাসের সিলেটের কনস্যুলার রাহিন চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ।

Advertisement