সীমান্ত থেকে ৩০০ ইউক্রেনিয়ানকে ফিরিয়ে দিলো যুক্তরাজ্য

ফ্রান্সের ক্যালে থেকে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টার সময় প্রায় ৩০০ ইউক্রেনিয়ানকে ফিরিয়ে দেয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, অনেক শরণার্থী ফ্রান্সের ক্যালে বন্দর দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে এবং যুক্তরাজ্য তাদের ফিরিয়ে দেয়।ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে ৫৮৯ জন ইউক্রেনিয়ান এই সীমান্তে এসেছেন বলে জানা যাচ্ছে। তাদের মধ্য থেকে ২৮৬ জনকে যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হয়নি।এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন বলেছেন, ব্রিটেন খুবই ‘আন্তরিক দেশ’ কিন্তু কারা প্রবেশে করার চেষ্টা করছে, তাদের যাচাইবাছাই করে দেখতে চায়।এদিকে কিছুদিন আগে ইউক্রেনকে সমর্থন জানানোর জন্য যুক্তরাজ্যের প্রতি সরাসরি আক্রমণ করে একটি বিবৃতি প্রকাশ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, কিয়েভের সরকার কিংবা ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী শক্তির সঙ্গে ব্রিটিশ সহযোগিতার বিষয়টি রাশিয়া ভুলে যাবে না।রাশিয়ার সরকারি ভাষ্য অনুযায়ী, ইউক্রেনে বেসামরিক মানুষের প্রতি যে হুমকি সেটা রাশিয়ার সেনাদের কাছ থেকে নয়, ইউক্রেনিয়ান জাতীয়তাবাদীদের কাছ থেকে। এই আগ্রাসনের পর যুক্তরাজ্য সরকার ইউক্রেনে অস্ত্র এবং অর্থ সাহায্য পাঠিয়েছে।

Advertisement