সুইন্ডনে কমল কাপ ন্যাশনাল ব্যাডমিন্টন প্রতিযোগীতা

সুইন্ডনে- কমল কাপ ন্যাশনাল ব্যাডমিন্টন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

মঙ্গলবার স্থানীয় ওয়াসিস স্পোর্টস সেন্টারে আয়োজিত খেলায় ২ টি ক্যাটাগরিতে ইউকের বিভিন্ন শহর থেকে ৬০টি দল অংশ নেয়।

ক্যাটাগরি ডি‘তে জাহেদ-জামাল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শাহিন-শাহি জুটি।

এবং ক্যাটাগরি সি‘তে জুবায়ের- মার্টিন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন নুরুল-আবিদ জুটি ।

খেলা শেষে পুুরষ্কার বিতনরী অনুষ্টিত হয়। অতিথিরা বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও প্রাইজ মানি তুলে দেন।

যুক্তরাজ্য যুবদলের সহ সাধারন সম্পাদক আকলাকুর রহমান মাসুমের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইন্ডনের মেয়র কেবিন পেরি, সাবেক মেয়র জুনাব আলী, আরজু মিয়া এমবিই, আব্দুল কাহহার, খালিকুল আলী, সুমন রয়, সাইদুল, সালেহ, নাজ, ফয়সাল, মফিজ, জুবায়ের, আবু শাহসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান প্রতি বছর কমল কাপ ন্যাশনাল ব্যাডমিন্টন প্রতিযোগীতার আয়োজন করা হবে।

এর মাধ্যমে তরুন প্রজন্মকে খেলাধূলায় উৎসাহ দেওয়াসহ নিজেদের মধ্যে ঐক্য গড়তে বিশেষ ভূমিকা পালন করে বলে মনে করেন আয়োজকরা।

Advertisement