সুনামগঞ্জে গ্রাম পুলিশকে ছুরিকাঘাতে হত্যা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ছুরিকাঘাতে আবদুর রউফ (৫০) নামের এক গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ঘরের বারান্দায় তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়। তাঁর বাড়ি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বুড়খাড়া গ্রামে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আবদুর রউফ গ্রাম পুলিশ সদস্য হিসেবে উত্তর বড়দল ইউনিয়ন পরিষদে (ইউপি) কর্মরত ছিলেন। পরিবারে তাঁর স্ত্রী ও চার সন্তান আছে। বুধবার রাতে খাওয়ার ঘরের এক কক্ষে সন্তানদের নিয়ে স্ত্রী শিরিনা বেগম এবং অন্য কক্ষে আবদুর রউফ ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে সাহ্‌রি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন শিরিনা বেগম। তিনি পাশের কক্ষে গিয়ে দেখেন আবদুর রউফ নেই এবং ঘরের দরজা খোলা। পরে তিনি বারান্দায় গিয়ে দেখেন সেখানে রউফের রক্তাক্ত লাশ পড়ে আছে। তখন শিরিনা চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। দুর্বৃত্তরা রউফের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করেছে। লাশের পাশে ছুরিও পাওয়া গেছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠায়।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ তরফদার জানান, প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু পরিবারের লোকজন এ নিয়ে কোনো তথ্য দিতে পারছেন না। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Advertisement