আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মৌলভীবাজার – ২ (কুলাউড়া-কমলগঞ্জ একাংশ) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হওয়া ডাকসুর সাবেক ভিপি সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের সমর্থনে বার্মিংহাম প্রবাসী কুলাউড়া বাসীদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বামিংহামসহ পার্শ্ববর্তী বিভিন্ন শহরে থেকে আসা বিপুল সংখ্যাক প্রবাসী কুলাউড়াবাসী ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ২৭ ডিসেম্বর বার্মিংহামের স্মলহীথের মিঠাই ঘর হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় যোগ দিয়ে বক্তারা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে শুধুমাত্র রাজনৈতিকভাবে না দেখে কুলাউড়ায় জন্ম নেওয়া একজন জাতীয় নেতা হিসেবে দেখে দল-মত নির্বিশেষে সকল কুলাউড়াবাসীকে তাঁকে সমর্থনের আহবান জানান।
গ্রেটার কুলাউড়া সমিতি মিডল্যান্ডসের সভাপতি সৈয়দ কবীর আহমেদের সভাপতিত্বে ও কুলাউড়ার শরীফপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার আহমেদ সুরমানের পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যমুনা টিভির প্রতিনিধি রিয়াদ আহাদ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন শহীদ জিয়া স্মৃতি পাঠাগার ইউকে‘র চেয়ারম্যান কুলাউড়ার প্রবাসী নেতা শরীফুজ্জামান চৌধুরী তপন।
এতে কুলাউড়াবাসীর পক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদ আবুল কালাম,লন্ডন সিটি বিএনপির সহ-সভাপতি সাহেদ উদ্দিন চৌধুরী,কুলাউড়া কলেজের সাবেক ভিপি আব্দুল মোহিত সুহেল,যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহবাব হোসেন খান বাপ্পি,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অলিউর রহমান চৌধুরী ফাহিম,যুক্তরাজ্য যুবদল নেতা আব্দুল আহাদ,আছকর চৌধুরী বাবলু ও বার্মিংহাম বিএনপি নেতা মোস্তাকীম চৌধুরী।
এছাড়া মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা প্রবীণ কমিউনিটি নেতা আব্দুল লতীফ জেপি,যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা চৌধুরী,যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সভাপতি সৈয়দ জমশেদ আলী,বার্মিংহাম সিটি বিএনপির সভাপতি জাহেদ চৌধুরী,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালিক,সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাফিজ খান,সাবেক সাধারণ সম্পাদক সাদেক সুলতান মসুদ,বার্মিংহাম সিটি বিএনপির সাধারণ সম্পাদক আবজার হোসেন,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির যুগ্ম সম্পাদক গুলজার আহমেদ ফয়সাল ও আওলাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কবির,এম ইলিয়াস আলী মুক্তি পরিষদের আহ্বায়ক ছমির আলী,স্পেনের বার্সেলোনা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লাভলু,যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ-সভপাতি মুফতী তাজুল ইসলাম,মিডল্যান্ডস খেলাফত মজলিসের সভাপতি আলহাজ্ব ক্বারী আব্দুল মুকিত আজাদ,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস জাসাসের সভাপতি ফয়সাল আহমেদ,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ-প্রচার সম্পাদক ঈদন আলী,বার্মিংহাম যুবদলের সাবেক সহ-সভাপতি বুরহান উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস যুবদল নেতা মোদাচ্ছির খান,যুক্তরাজ্য যুবদল নেতা আমিনুল ইসলাম শাহীন,বার্মিংহাম যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক লাল মিয়া,যুবদল নেতা শামীম খান,হোসাইন আহমদ,দেওয়ান উকিল,মিজান রেজা চৌধুরী,আব্দুল লতীফ প্রমূখ।
মতবিনিময় সভা থেকে আসন্ন নির্বাচনে সুলতান মোহাম্মদ মনসুরকে সমর্থন করার জন্য প্রবাসীদের পক্ষ থেকে কুলাউড়ার সকল জনগনের প্রতি আহবান জানানো হয়।