ব্রিট বাংলা ডেস্ক :: মিয়ানমারে সেনাবাহিনীর হাতে আটক গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের আরেকটি অভিযোগে আনা হয়েছে। মঙ্গলবার ভিডিও কলের মাধ্যমে সু চিকে রাজধানী নেপিদোর একটি আদালতে হাজির করা হয়।
বিবিসি জানায়, সু চির বিরুদ্ধে নতুন কী অভিযোগ আনা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে খুব সম্ভবত মিয়ানমার পুলিশ তার বিরুদ্ধে নেচারাল ডিজাস্টার ল (প্রাকৃতিক দুর্যোগ আইন ) লঙ্ঘনের অভিযোগ এনেছে।
এর আগে সু চির বিরুদ্ধে অবৈধপথে বিদেশ থেকে ওয়াকি-টকি আমদানি এবং যোগাযোগের যন্ত্রগুলো বেআইনিভাবে নিজের কাছে রাখার অভিযোগ দায়ের করা হয়।
পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে মিয়ানমারের সু চি সরকারকে উৎখাত করা হয়। এ সময় তিনিসহ দেশটির অধিকাংশ আইনপ্রণেতাও গ্রেফতার হন।
সু চিকে কোথায় আটকে রাখা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে তাকে সম্ভবত রাজধানী নেপিডোতে তার নিজ বাড়িতেই গৃহবন্দি করে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে সু চির রিমান্ডের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বলা হলেও পরে তা দুই দিন বাড়িয়ে ১৭ ফেব্রুয়ারি করা হয়।