ব্রিট বাংলা ডেস্ক :: সেভিয়ার মাঠ যেন দুর্ভেদ্য দুর্গ হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদের জন্য। দীর্ঘ চার বছর পর অবশেষে সেই দুর্গের পতন ঘটাতে সক্ষম হয়েছে রিয়াল।
লা লিগায় রবিবার রাতের ম্যাচে আট ম্যাচ পর সেভিয়ার বিপক্ষে জয় পেল রিয়াল। করিম বেনজেমার গোলে প্রতিপক্ষকে ১-০ গোলে হারাল রিয়াল।
ঘরের মাঠের বাড়তি উদ্যমে শুরুতে একের পর এক আক্রমণে করতে থাকে সেভিয়া। তবে রিয়ালও ঘুরে দাঁড়ায়। আক্রমণ-পাল্টাআক্রমণ থাকলেও কোনো গোল হচ্ছিল না কারোই।
প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়।
দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে দলকে গোল এনে দেন করিম বেনজেমা। বাইলাইন থেকে কারবাহালের দারুণ ক্রসে চমৎকার হেডে জাল খুঁজে নেন তিনি।
এরপর আরো আক্রমণাত্মক হয়ে ওঠে সেভিয়া। তবে বেশ কয়েকটি চেষ্টার পরেও অতিথি গোলকিপার থিবো কর্তোয়াকে পরাস্ত করতে পারেনি সেভিয়া।
৮৭ মিনিটে একটি সুযোগ ছিল সেভিয়ার। বল জালে পাঠান হাভিয়ের এর্নান্দেজ। তবে অফসাইডে থাকায় গোল হয়নি।
এরপর আর কোনো গোল হয়নি ম্যাচে।
এই জয়ের পর ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে স্পেনসেরা লিগের টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল।