সোনিয়া গান্ধীর মা মারা গেছেন

ভারতের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনোর মারা গেছেন।এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে: গত ২৭ আগস্ট ইটালিতে মৃত্যু হয়েছে সোনিয়ার মায়ের। কংগ্রেসের তরফ থেকে এই খবর জানিয়ে শোক জানানো হয়েছে।কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করে জানিয়েছেন: শ্রীমতি সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনোর মৃত্যু হয়েছে। গত ২৭ আগস্ট ইটালিতে তার বাসভবনেই মারা যান। গতকাল মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।কংগ্রেসের পক্ষে বলা হয়েছে: সভাপতি সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনোর মৃত্যুতে কংগ্রেস পরিবার গভীর শোক প্রকাশ করছে। তার আত্মার শান্তি কামনা করি। শোকস্তব্ধ পরিবারের পাশে রয়েছে কংগ্রেস।

Advertisement