ব্রিট বাংলা ডেস্ক :: বিচার বিভাগীয় ব্যবস্থাসহ হংকংয়ে আরো সংস্কারে কাজ করছে চীন। হংকং ও ম্যাকাউ বিষয়ক অফিসের উপপরিচালক ঝাং সিয়াওমিং এ তথ্য দিয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, বৈশ্বিক অর্থনীতির প্রাণকেন্দ্র হংকংয়ে আইন বিষয়ক এক সামিটে মঙ্গলবার ওই তথ্য দিয়েছেন ঝাং সিয়াওমিং। তবে তিনি জানিয়েছেন এই উদ্যোগে হংকংয়ের আইনি ব্যবস্থায় যথার্থ পরিবর্তন করা হবে। এতে সেখানকার বিচারবিভাগীয় স্বাধীনতাকে খর্ব করা হবে না। অধিক স্বায়ত্তশাসন দেয়া হবে এই শর্তে ১৯৯৭ সালে বৃটেনের সাবেক ঔপনিবেশ হংকংকে চীনের শাসনের অধীনে দেয়া হয়। ওই চুক্তিতে বলা হয়েছে, মূল চীনের মতো হবে না। হংকংবাসী তাদের স্বাধীনতা ভোগ করবেন এবং সেখানে থাকবে স্বাধীন বিচার বিভাগ। কিন্তু গত বছর দীর্ঘস্থায়ী সরকার ও চীন বিরোধী বিক্ষোভের পর বেইজিং এর ওপর হস্তক্ষেপ করে।
তারা ৩০ শে জাতীয় নিরাপত্তা বিষয়ক বহুল বিতর্কিত আইন চালু করে। সমালোচকরা বলেন, এর মধ্য দিয়ে হংকং থেকে ভিন্ন মতাবলম্বীদের দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।