হজে গিয়ে ১০ বাংলাদেশির ইন্তেকাল

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সবশেষ গতকাল (১ জুলাই) মারা যান ঢাকার লালবাগের বাসিন্দা তপন খন্দকার। তার পাসপোর্ট নম্বর-ইই ০৫৪০২৪৬। শনিবার (২ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।মারা যাওয়া বাংলাদেশিদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। এদের মধ্যে আটজন মক্কায় এবং দুজন মদিনায় মারা গেছেন।এর আগে, গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) পবিত্র হজ পালিত হবে।চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি হজে যেতে পারবেন।প্রসঙ্গত, করোনা ভাইরাস মহামারীর কারণে দুই বছর পর সৌদি আরবে হজ করার সুযোগ পেয়েছেন বাংলাদেশিরা।

Advertisement