হঠাৎ নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ডু প্লেসি

ব্রিট বাংলা ডেস্ক :: ক’দিন পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তার আগে আজ সোমবার দক্ষিণ আফ্রিকার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ফাফ ডু প্লেসি। তিনি বলেন,‘শেষ কয়েক বছরে তিন ফরম্যাটে দেশের হয়ে খেলার এবং নেতৃত্ব দেয়ার সুযোগ হয়েছে আমার। এটা অনেক সম্মানের। কখনও ভালো ফল পাওয়া যায়, আবার কখনও বাজে সময় পার করেছি এবং কখনও একাই এগিয়ে গিয়েছি। এসব অভিজ্ঞতা সত্যিই গর্ব করার মতো।’

সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে নেতৃত্ব ছাড়েন ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে অধিনায়কত্ব করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। বাকি দুই ফরম্যাটেও ডি কক প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও খেলা চালিয়ে যাবেন ডু প্লেসি।

তিনি বলেন,‘দলের একজন হয়ে তিন সংস্করণে খেলে যেতে চাই। আমার অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করতে চাই।’
২০১২ সালে টি-টোয়েন্টিতে প্রথমবার অধিনায়কত্ব পান ডু প্লেসি। তিন সংস্করণে মোট ১১২ ম্যাচে প্রোটিয়াদের নেতৃত্ব দেন তিনি।

Advertisement