হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পার্কিং স্থাপনসহ ৯ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রবিবার (১৯ মার্চ) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়।ধর্মঘটের ফলে হবিগঞ্জ থেকে ছেড়ে যায়নি কোনও দূরপাল্লার বাস। পূর্বঘোষণা ছাড়া কর্মবিরতির সিদ্ধান্তে বিপাকে পড়েছেন যাত্রীরা। কেউ কেউ পরিবহন না পেয়ে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে এসে আবার ফিরে গেছেন। কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প পরিবহনে নিজেদের গন্তব্যে যাচ্ছেন।উজ্জ্বল আহমেদ নামে এক শিক্ষার্থী বলেন, ‘মাকে ডাক্তার দেখানোর জন্য সিলেট নিয়ে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে এসেছিলাম, ‘এসে দেখি গাড়ি চলাচল বন্ধ। এতে আমরা সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছি।’রুমা আক্তার নামে এক এনজিও কর্মী বলেন, ‘দুদিন পরপর পূর্বঘোষণা ছাড়া এমন ধর্মঘট জনগণের দুর্ভোগ বাড়ায়, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি প্রশাসনকে।হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী বলেন, ‘সদর হাসপাতালে অন্তত অনেক প্রাইভেট অ্যাম্বুলেন্স রোগীদের আনা-নেওয়া করে। হাসপাতাল প্রাঙ্গণে বাসস্ট্যান্ড নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এক সপ্তাহ ধরে জরুরি সেবা বন্ধ রেখে ধর্মঘট পালন করে আসছে অ্যাম্বুলেন্স চালক-মালিক সমিতি।তিনি আরও বলেন, ‘অ্যাম্বুলেন্স চালক-মালিক সমিতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শনিবার রাতে জরুরি সভা করে পুরো জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।’
Advertisement