ব্রিট বাংলা ডেস্ক :: হাইতির রাজধানী পোর্ট-অব-প্রিন্সের দক্ষিণে একটি শিশুনিবাসে অগ্নিকাণ্ডে ১৫ শিশু নিহত হয়েছে। নিহতদের মধ্যে অর্ধেক খুব ছোট শিশু এবং বাকিরা প্রায় ১০-১১ বছরের বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত নয়টার সময় ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের সূচনা হয়।
মোমবাতি কিংবা আলো জ্বালানোর ব্যবস্থা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ওই শিশুনিবাসের লুইস নামে এক কর্মী জানিয়েছেন। শিশুনিবাসে বৈদ্যুতিক বাতি জ্বালানোর জেনারেটর বা ইনভার্টারে সমস্যা হয়েছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গির্জা এই এতিমখানাটি পরিচালনা করছিল।
হাইতির সমাজ কল্যাণ বিষয়ক ইনস্টিটিউটের পরিচালক আরিয়েলে জেয়েন্তি ভিলেদ্রু বলেন, কর্তৃপক্ষ এখন অগ্নিকাণ্ডের কবল থেকে বেঁচে যাওয়া এতিমখানাটির অন্যান্য শিশুদের সহযোগিতা ও পুনর্বাসনে কাজ করছে।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াভিত্তিক চার্চ অব বাইবেল আন্ডারস্ট্যান্ডিং পরিচালিত অনিবন্ধিত ওই এতিমখানায় অগ্নিকাণ্ডের সময় ৬০ জনের মতো শিশু ছিল।