হিউম্যানিটেরিয়ান সেভিং লাইভস ট্রাস্টের উদ্যোগে নিউহ্যাম হাসপাতালের গরম খাদ্য বিতরন

হিউম্যানিটেরিয়ান সেভিং লাইভস ট্রাস্টের উদ্যোগে নিউহ্যাম জেনারেল হাসপাতালে এনএইচএস স্টাফদের প্রায় ১ প্যাকেট গরম খাবার প্রদান করা হয়েছে। হাসপাতালের একজন  সিনিয়র স্টাফ এসব খাদ্য গ্রহন করেন।

এসময় সংগঠনের চেয়ার আশিক রহমান, জেনারেল সেক্রেটারী মানিকুর রহমান, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট জাহাঙ্গীর খান, জইন উদ্দিন এবং মঈন উদ্দিন আনসার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৯ বৎসর যাবৎ হিম্যানিটেরিয়ান সেভিং লাইভস ট্রাস্ট ইউকে, বাংলাদেশ, আফ্রিকা, নেপাল, ভারত এবং  ফিলিপাইনে মানবতার কল্যাণের কাজ করে যাচ্ছে। বর্তমানে
বিশ্বব্যাপি করোনা সংকটকালে ইউকে এবং বাংলাদেশে ডাক্তার, নার্সসহ করোনায় আক্রান্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্য অনুযায়ী গরম খাবার এবং ত্রান সামগ্রি বিতরন করে যাচ্ছে হিম্যানিটেরিয়ান সেভিং লাইভস ট্রাস্ট।

 

Advertisement