ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনের হিথরো বিমানবন্দরে অপেক্ষমান মিনিক্যাব ড্রাইভারদের জন্যে কারপার্কে বিশেষ কোনো সুব্যবস্থা নেই। মিনিক্যাব ড্রাইভাররা অভিযোগ করে বলেছেন, পার্কিংয়ের জন্যে ঘন্টায় ১ পাউন্ড পরিশোধ করার পরেও তাদের জন্যে বসার কোনো ব্যবস্থা নেই। নোংরা এবং ময়লাযুক্ত টয়লেট ব্যবহার করতে হয় তাদেরকে। সেখানে নেই হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও। ঘন্টার পর ঘন্টা অপেক্ষমান ড্রাইভারদের নামাজ আদায়েরও কোনো সুব্যবস্থা নেই কারপার্কে। বিবিসিতে প্রচারিত এক রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।
বিমান বন্দর কর্তৃপক্ষ বলেছে, করোনার কারণে তারা ব্যস্ত। এগুলো দেখার সময় নেই। বরং মিনি ক্যাব ড্রাইভারদেরই এগুলো দেখাশুনা করে রাখা উচিত বলে জানিয়েছে বিমান বন্দর কর্তৃপক্ষ। এর জবাবে ড্রাইভার ইউনিয়ন বলেছে, এটি মিনিক্যাব ড্রাইভারদের প্রতি অবমাননা এবং বর্ণবাদী আচরনের শামিল।
এদিকে হিথরো বিমান বন্দরে মিনিক্যাব কার পার্কে অব্যবহৃত একটি বাস স্টপে বর্তমানে নামাজ আদায় করেন অপেক্ষমান মিনিক্যাব ড্রাইভাররা। নামাজের স্থান সম্পর্কে হিথরো বিমান বন্দর কর্তৃপক্ষ বলেছে, পরিস্থিতি স্বাভাবিক হলে টার্মিনালের ভেতরেই প্রার্থনার রুম খুলে দেওয়া হবে। স্বাস্থ্য এবং নিরাপত্তার কারণে কোনো কারপার্কে এই সুবিধা দেওয়া যাবে না বলেও জানিয়েছে বিমান বন্দর কর্তৃপক্ষ। এখানেও বিমান বন্দর কর্তৃপক্ষ কাজের স্বার্থে বিমান বন্দরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষমান মিনিক্যাব ড্রাইভারদের প্রতি আরেক দফা অবজ্ঞা দেখিছেয়ে বলে মনে করছেন মিনিক্যাব ড্রাইভাররা।