ব্রিট বাংলা ডেস্ক :: বহুল আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের সম্মেলন শুরু হয়েছে। হেফাজতের শীর্ষ নেতারা সকাল সাড়ে ১০টায় হাটহাজারী মাদ্রাসায় সম্মেলনস্থলে প্রবেশ করেন। এরইমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, সহ সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা মামুনুল হক সহ প্রায় চার শ’ নেতা।
হেফাজতের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে কর্মী-সমর্থকদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। হেফাজতের আমীর ও মহাসচিব হিসেবে আলোচনায় রয়েছেন আল্লাামা জুনায়েদ বাবুনগরী ও মাওলানা নূর হোসাইন কাসেমীর নাম। তবে এই সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রয়াত আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানীর সমর্থকরা। তারা বলছেন, সম্মেলনের পুরো প্রক্রিয়াটিই অবৈধ। তাদেরকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি বলেও দাবি তাদের।
Advertisement