হেয়ারস্টাইলের জন্য ক্ষমা চাইলেন রোনাল্ডো

ব্রিট বাংলা ডেস্ক : ২০০২ সালের ফিফা বিশ্বকাপে অর্ধবৃত্তাকার চুল নিয়ে আলোড়ন সৃষ্টি করেন রোনাল্ডো নাজারিও ডি লিমা। দীর্ঘ ১৯ বছর পর সেই অদ্ভুত হেয়ারস্টাইলের জন্য জন্য ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।
স্পেনের এক মিডিয়ায় সাক্ষাৎকার দিতে গিয়ে রোনাল্ডো বলেন, ‘জঘন্য হেয়ারস্টাইল ছিল। আমি সেসকল মায়েদের কাছে ক্ষমা চাইছি, যাদের ছেলেরা তখন আমাকে দেখে ওই রকম চল রেখেছিল।’
সেই সাক্ষাৎকারে নিজের রোনাল্ডো নামের পেছনের কাহিনীও বললেও স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়োদলিদের বর্তমান সভাপতি। তিনি বলেন, ‘আমার পারিবারিক অবস্থা ভালো ছিল নাঅ। জন্মের সময় আমার ডেলিভারি বিনামূল্যে করেছিলেন এক ডাক্তার। সেই মহান ডাক্তারের নামেই আমার নাম রাখা হয় রোনাল্ডো। অর্থের জোগান দিতে না পারলেও আমার বাবা সমুদ্র থেকে তিন কেজি চিংড়ি জোগাড় করে দিয়ে এসেছিলেন ডাক্তারকে।’
তার ক্যারিয়ারের সেরা গোল কোনটি? রোনাল্ডোর জবাব, ‘ফুটবল ক্যারিয়ারে করা সবকটি গোলই আমার পছন্দের।
তবে সবসময়ই ২০০২ বিশ্বকাপ ফাইনালের দুটো গোলকে সেরা বলি। হয়তো গোল দুটো সুদৃশ্য নয়, কিন্তু গুরুত্বপূর্ণ।’
ব্রাজিলের জার্সিতে ৯৮ ম্যাচে ৬২ গোল করেন রোনাল্ডো। ২০১১ সালে রোমানিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে জাতীয় দল থেকে অবসরে যান তিনি। ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এসি মিলান, ইন্টার মিলানের মতো বড় ক্লাবগুলোতে খেলেছেন রোনাল্ডো।

Advertisement