হোয়াইট হাউজের ব্যালকনি থেকে বক্তব্য রাখবেন ট্রাম্প

ব্রিট বাংলা ডেস্ক :: করোনা ভাইরাস ধরা পরার ১০ দিন পরে আজই শনিবার প্রথম হোয়াইট হাউজের ব্যালকনি থেকে বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ সময় সেখানে সাউথ লনে উপস্থিত থাকবেন বিপুল সংখ্যক মানুষ। বিবিসির রিপোর্টে বলা হয়েছে, সেখানে শত শত মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, উপস্থিত সবাইকে মুখে মাস্ক পরতে হবে। শরীরের তাপমাত্রা পরীক্ষা করাতে হবে। রক্ষা করতে হবে সামাজিক দূরত্ব। হোয়াইট হাউজের দেয়া তথ্যমতে, প্রেসিডেন্ট ট্রাম্প এ সময় আইন শৃংখলা নিয়ে কথা বলতে পারেন। এ অনুষ্ঠান হবে প্রেসিডেন্সিয়াল, কোনো নির্বাচনী প্রচারণা ইভেন্ট নয়।

সেখানে ব্লেক্সিট নামে একটি গ্রুপেরও একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ব্লেক্সিট গ্রুপটি কৃষ্ণাঙ্গ ভোটারদেরকে ডেমোক্রেট পার্টিকে প্রত্যাখ্যান করার প্রচারণা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার ফ্লোরিডার স্যানফোর্ডে একটি বড় র‌্যালিতে যোগ দেয়ার পরিকল্পনা করছে ট্রাম্পের প্রচারণা শিবিরের।

Advertisement