হ্যান্ডবলের নিয়ম পাল্টাতে ফিফাকে উয়েফার চিটি

ব্রিট বাংলা ডেস্ক : হ্যান্ডবলের বর্তমান নিয়ম পাল্টাতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন ইউরোপিয়ান ফুটবল সংস্থার প্রধান প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিন।

গত বছরের মার্চে ফুটবলে নতুন চারটি নিয়ম আরোপ করে ফিফা, যা হ্যান্ডবল নিয়ে তৈরি করেছে বিতর্ক। উয়েফা প্রেসিডেন্টের মতে, নতুন নিয়মের কারণে অন্যায্য সিদ্ধান্ত নিতে হচ্ছে যা ফুটবলে ‘ক্রমবর্ধমান হতাশা ও অস্বস্তি’ তৈরি করছে। তাই এই নিয়ম সামঞ্জস্যপূর্ণ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

আগের নিয়মে অনিচ্ছাকৃতভাবে হাতে বল লাগলে হ্যান্ডবল হিসেবে পেনাল্টি দেওয়া হতো না। কিন্তু নতুন নিয়মে বল হাতে লাগলেই গোল বাতিল করা হয় কিংবা পেনাল্টি দেওয়া হয়, তা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত যাচাই করা হয় না।

গত ২৭ অক্টোবর ফিফার কাছে পাঠানো চিঠিতে উয়েফা প্রেসিডেন্ট লিখেছেন, ‘বল হাতে লাগার ব্যাপারে যে নিয়ম আরোপ করা হয়েছে তাতে অনেক অন্যায্য সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং এ কারণে ফুটবলে হতাশা ও সমস্যা ক্রমেই বাড়ছে।’

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে চেলসি-রেনেসের ম্যাচে বিতর্কিত হ্যান্ডবলের সিদ্ধান্তের পর ফিফার কাছে সেফেরিন চিঠি পাঠায়েছেন। ওই ম্যাচের দ্বিতীয় গোলটি এসেছিল রেনেস ডিফেন্ডার ডালবার্টের বিতর্কিত হ্যান্ডবলের পর দেওয়া পেনাল্টি থেকে।

Advertisement