ব্রিট বাংলা ডেস্ক :: বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা আসবেন আগামী ১৭ মার্চ সকালে। ওই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ রবিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, ১৭ মার্চ সকালে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা আসবেন। এখন পর্যন্ত এই সিদ্ধান্ত আছে। এরপরও হয়তো কোনো আপডেট আসতে পারে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানিয়েছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন। ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হবে।
মোদির সফর উপলক্ষে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় আসবেন কাল সোমবার (০২ মার্চ)। সচিবের সঙ্গেই এসব বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে।