ব্রিটবাংলা ডেস্ক : এনএইচএস স্টাফদের ১ শতাংশ বেতন বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে উল্টো ১০ হাজার পাউন্ড জরিমানা গুনতে হচ্ছে ম্যানচেস্টারের এক মহিলাকে। ৬১ বছর বয়সী মহিলা এনএইচএস স্টাফ। সরকারের প্রস্তাবিত ১ শতাংশ বেতন বাড়ানোর প্রতিবাদে তিনি রোববার ম্যানচেস্টার সিটি সেন্টারে এ প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিলেন। এতে প্রায় ৪০ জনের বেশি উপস্থিতি ছিল।
রোববার টেন ডাউনিং স্ট্রীটের সামনেও লকডাউন আইন মেনে প্রতিবাদ হয়।
পুলিশের অনুরোধে ম্যানচেস্টার সিটি সেন্টার থেকে সবাই স্থান ত্যাগ করলেও লকডাউন আইন লঙ্ঘন করে সমাবেশে অংশ নিয়ে পুলিশের অনুরোধ উপেক্ষা করায় ৬৫ বয়সী অপর এক মহিলাকেও গ্রেফতার করে পুলিশ।তিনিও এনএইচএসের একজন স্টাফ। অবশ্য দুশ পাউন্ড জরিমানা আরোপ করে তাকে ছেড়ে দেয় পুলিশ। তবে লকডাউন আইন লঙ্ঘন করে সমাবেশ আয়োজন করার দায়ে আয়োজক মহিলাকে ১০ হাজার পাউন্ড জরিমানা আরোপ করেছে পুলিশ।
উল্লেখ্য বৃহস্পতিবার এনএইচএসের ১ দশমিক ৫ মিলিয়ন নার্স এবং হেলথ এসিসন্টেন্সকে ১ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সরকার।