২০ জনের প্রাথমিক তালিকা করল সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রস্তাবিত ৩২২ জনের থেকে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে সার্চ কমিটি। পরবর্তীতে আরো দু-একটি বৈঠকে বসে এদের মধ্য থেকেই ১০ জনের নাম সুপারিশ করা হবে।শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন।রোববার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বিকেল সাড়ে ৪টায় পরবর্তী বৈঠকে বসবে কমিটি।

এর আগে বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।কমিটির অন্যান্য সদস্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক বৈঠকে যোগ দেন। এছাড়া কমিটিকে সাচিবিক সহযোগিতা দিতে বৈঠকে ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) সামছুল আরেফিন।নতুন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে অনুসন্ধান কমিটি যোগ্য ব্যক্তি বাছাইয়ে রাজনৈতিক দলসহ বিভিন্নভাবে ৩২২ জনের নাম প্রস্তাব পেয়েছে। অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে গত সোমবার রাতে প্রস্তাবিত নামগুলো প্রকাশ করা হয়।প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ এর বিধান মতে গত ৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে অনুসন্ধান কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

Advertisement