২৩ আগস্টের মধ্যে মধ্যেই ষোলো ও সতেরো বছর বয়সীদের টিকাকরণ শুরু যুক্তরাজ্যে

আগামি ২৩ আগস্টের মধ্যে যুক্তরাজ্যের ষোলো ও সতেরো বছর বয়সী সব কিশোর-কিশোরীকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিবৃতিতে এই লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।আগামি সেপ্টেম্বরেই যুক্তরাজ্যে খুলে দেওয়া হচ্ছে স্কুল। তার আগে, ২৩ আগস্টের মধ্যে তাই ষোলো ও সতেরো বছর বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আগামি সোমবারের মধ্যে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসকে (এনএইচএস) ষোলো ও সতেরো বছর বয়সীদের টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।করোনামৃত্যুর দিক দিয়ে ইউরোপে রাশিয়ার পরেই যুক্তরাজ্য। তবে যুক্তরাজ্যে টিকাদান কার্যক্রম প্রথম থেকেই আশাব্যঞ্জক। সেখানে এরই মধ্যে তিন-চতুর্থাংশ প্রাপ্তবয়স্ক টিকার দু’টি ডোজই পেয়েছেন। আর কমপক্ষে একটি ডোজ নিয়েছেন দেশের ৮৯ শতাংশ মানুষ। এই টিকাদানের ফলেই ব্রিটেনে করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার কমেছে বলে দাবি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের।

Advertisement