ব্রিট বাংলা ডেস্ক :: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২৮৫জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪৪৬
জন। মোট শনাক্ত ৫ লাখ ৪১ হাজার ৩৮জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৬৪১ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৮৭হাজার ৮৭০ জন সুস্থ হয়ে উঠেছেন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২১০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৭৪টি নমুনা সংগ্রহ এবং ১৪হাজার ১৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৮লাখ ৬২হাজার ২৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ১৫শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ১৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।।
Advertisement