ব্রিট বাংলা ডেস্ক :: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ১২৭ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩৬৯ জন। মোট শনাক্ত ৫ লাখ ৩৫হাজার ১৩৯ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৪৪৭জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৭৯ হাজার ৭৪৪ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২০৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২৮৫টি নমুনা সংগ্রহ এবং ১২হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৬লাখ ৫১ হাজার ৭২২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক শূন্য ২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।।
Advertisement