বলিউড অভিনেতা সালমান খান ৫৪ তম জন্মদিন পালন করেছেন। তার জন্মদিনে উদযাপনের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে পার্টি দেন ভাই সোহেল খান। সেখানে পরিবারের সদস্য ও বলিউড তারকাদের সঙ্গে জন্মদিন উপযাপন করেন সালমান। পার্টিতে উপস্থিত ছিলেন বাবা সেলিম খান, মা সালমা, ভাই আরবাজ, সোহেল, ভাতিজা আরহান, বোন অর্পিতা ও তার স্বামী আয়ুশ শর্মা, সালমানের কথিত প্রেমিকা লুলিয়া, সহশিল্পী সোনাক্ষী সিনহা, সাই মাঞ্জরেকার, ক্যাটরিনা কাইফ, বিদ্যা বালান ও তার স্বামী সিদ্ধার্থ রয় কাপুর, আদিত্য রয় কাপুর, টাবু, ববি দেওল, ডেইজি শাহ, হুমা কোরেশি, কৃতি খরবান্দা, পুলকিত স¤্রাট, ইভলিন শর্মা, উর্বশী, রাভিনা ট্যান্ডনসহ অনেকে। বড় তলোয়ার দিয়ে ভাগ্নে আহিলকে কোলে নিয়ে কেক কাটেন সালমান।
Advertisement