ইমরানের গ্রেপ্তার পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় : ঋষি সুনাক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান গ্রেপ্তারের ঘটনায় উত্তাল পুরো দেশটি। প্রত্যেকটি প্রদেশেই পিটিআই কর্মী ও ইমরান সমর্থকরা বিক্ষোভ করেছে। পুলিশের গুলিতে ঘটেছে হতাহতের ঘটনা। এমনকি হামলা হয়েছে একাধিক ক্যান্টনমেন্টে, পাকিস্তান রেডিও স্টেশনে।এমন পরিস্থিতিতে আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, পাকিস্তানের পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাজ্য।তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীকে (ইমরান খান) গ্রেপ্তার পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন মেনে চলাকে সমর্থন করি। এদিকে, যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন ইমরান খানের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন পাশাপাশি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন ও ইমরানের মুক্তিও দাবি করেছেন।এক টুইটবার্তায় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনা গণতন্ত্রের জন্য অন্ধকার দিন।সূত্র : আল জাজিরা/ডন

Advertisement