8 মার্চ রবিবার সিলেট উৎসব (অডিও সহ)

ব্রিটবাংলা ডেস্কঃশিকড়ের টানে প্ৰানের গানে এসো মাতি মিলন উৎসবে ৷

এই শ্লোগান কে সামনে নিয়ে বিলেতে প্রথম বারের মতন অনুষ্ঠিত হচ্ছে সিলেট উৎসব ৷

৪ঠা মার্চ রবিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই আয়োজন ৷

এ প্রসঙ্গে আয়োজকরা বলেন,প্রতিটা মানুষ তার শিকড় খুজে ফেরে ৷ বৃহত্তর সিলেটের বিশাল একটি অংশ ব্রিটেনে বসবাস করে যাদের শ্রম ও ঘামের অর্জন আজকের তৃতীয় বাংলা ৷

সমৃদ্ধ ইতিহাসের সাথে সবাইকে পরিচয় ঘটানোর জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস ৷

একদিন ব্রিকলেইনের দেশ বিকাশ কর্তৃক আয়োজিত মেলার পূর্ণতা পেয়েছে বিশাল বৈশাখী মেলাতে ৷ আয়োজক সিলেট উৎসব কমিটি, মনে করে কতো বড় আয়োজন সেটা বিবেচ্য নয় ৷

 

আন্তরিকতা আর স্বচ্ছ্বতা প্রকৃত বিষয় ৷

 

উৎসব কে ঘিরে কর্মসূচী গ্রহন করা হয়েছে ৷ আশাকরি আমাদের নিজস্ব সংস্কৃতিকে নিজস্বতা দিয়ে প্রান দিতে পারবাে ৷

সিলেট উৎসব আয়োজনে ইতিমধ্যে বাংলা মিডিয়া সহযোগীতার হাত বাড়িয়েছে ৷ তাছাড়া প্রচার ও প্রকাশনার দায়িত্বে থাকা সংস্কৃতি কর্মী জুয়েল রাজ ও সহযোগী অপু রায়ের নান্দনিক প্রচারনা সোসিয়্যাল মাধ্যমে প্রশংশিত হচ্ছে ৷

বর্ণিল এই আয়োজন পূর্ণতা পেতে সবার সহযোগীতা কামনা করেছে সিলেট উৎসব কমিটি ৷

Advertisement