ব্রিট বাংলা ডেস্ক :: গতকাল সন্ধ্যায় ঢাকা ক্লাবে গুনী নির্মাতা কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ সিনেমার মুক্তি উপলক্ষে এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এ সময় চলচ্চিত্রের মন্দা অবস্থা নিয়ে তিনি কথা বলেন। তিনি তার বক্তব্যে গতকাল বলেছেন, চলচ্চিত্র ধ্বংস করেছেন চলচ্চিত্রের লোকেরাই। চলচ্চিত্র সিন্ডিকেটদের কারণেই বাংলা চলচ্চিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে গেলেই চলচ্চিত্র সংকট কেটে যাবে না। চলচ্চিত্র সংকট কাটাতে হলে ভালো সিনেমা নির্মাণ করতে হবে। সেটা আমাদের হচ্ছে না। আগে সেগুলো ঠিক করতে হবে তাহলেই সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, সিনেমা বানিয়ে দর্শক টানতে হলে ভালো চিত্রনাট্য লেখক, পরিচালক, নায়ক-নায়িকা তৈরি করতে হবে আমাদের। এগুলোর সংকট রয়েছে। এগুলোর সংকট কাটাতে পারলে বাংলাদেশ চলচ্চিত্র এমনিতেই ঘুরে দাঁড়াবে। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সারাদেশের ৮০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘বীর’ সিনেমাটি। ছবিটি শাকিব খানের সঙ্গে সহ-প্রযোজক হিসেবে রয়েছেন ইকবাল হোসেন জয়। শাকিব খানের এসকে ফিল্মসের ব্যানারে এটি মুক্তি পাচ্ছে। এ সিনেমায় বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন বুবলী, মিশা সওদগার, নাদিম, সোহেল খান, দুলারী, শিশুশিল্পী সুনান প্রমুখ।