ব্রিট বাংলা ডেস্ক :: মার্চের শেষ দিকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৩তম আসর। আজ (মঙ্গলবার) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে ২৯শে মার্চ মাঠে গড়াবে আইপিএল ২০২০’র উদ্বোধনী ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠেয় সে ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪শে মে।
আইপিএল’র সূচিতে এবার বিকালে মাত্র ৬টি ম্যাচ খেলা হবে। প্রতিযোগিতার ব্যাপ্তি ৫৭ দিন।
আগের ১২ আসরে সর্বাধিক চারবার চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংস তিনবার ও কলকাতা নাইট রাইডার্স জিতেছে দুবার। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে রাজস্থান রয়্যালস, ডেকান চার্জারস ও সানরাইজার্স হায়দরাবাদ।।
Advertisement