ব্রিটবাংলা ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক সংগঠন মুক্ত আসরের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধে রেডিও’ বইটির মোড়ক উন্মোচন হয়েছে লন্ডনে।
শুক্রবার সেন্ট্রাল লন্ডনের সেন্ট জেমস পার্কের তাজ হোটেলে বইটির লেখক ভারতীয় গবেষক প্রিয়জিৎ দেব সরকার এবং বাংলাদেশি লেখক ইসলাম খানের উপস্থিতিতে মোড়ক উন্মোচন করেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী।
বইটি সম্পাদনা করেছেন আবু সাঈদ। প্রকাশ করেছে স্বপ্ন ’৭১ এবং মুক্ত আসর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমরান এ চৌধুরী, সংস্কৃতি কর্মী স্মৃতি আজাদ, লিপি হালদার ও নজরুল ইসলাম।
Advertisement