৫১৫৬ সংখ্যালঘুর জন্য ভারতীয় এলটিভি

ব্রিট বাংলা ডেস্ক :: বছরে গড়ে ৫ হাজার ১৫৬ জন সংখ্যালঘুকে দীর্ঘ মেয়াদী ভিসা দিয়ে আসছে ভারত। এরমধ্যে সিংগভাগই বাংলাদেশী অনুমান করা চলে।
মঙ্গলবার লোকসভায় জানানো হয়, গত ৫ বছরে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত ২৫,৭৮২ জনকে দীর্ঘমেয়াদী ভিসা (এলটিভি) দেয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় অবশ্য বলেছেন, ভারতে আগত বিদেশীদের পরিসংখ্যান সম্প্রদায়ভিত্তিক রক্ষণ করা হয় না।

লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মোট ২৫, ৭৮২ জনকে লং টার্ম ভিসা (এলটিভি) দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, সরকার এলটিভি প্রাপ্ত ভারতে বসবাসকারী এই ধরনের লোকদের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়িয়েছে।

এর মধ্যে রয়েছে একবারে পাঁচ বছরের জন্য এলটিভি অনুমোদন, তাদের শিশুদের রাজ্য সরকার / কেন্দ্রীয় প্রশাসনের তরফে কারো কোনও নির্দিষ্ট অনুমতি ছাড়াই যে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি / পেশাগত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেওয়া, বেসরকারি চাকরিতে নিযুক্ত হওয়া, বেসরকারি খাতে আবাসন ক্রয় করা, স্ব-কর্মসংস্থান পরিচালনা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ড্রাইভিং লাইসেন্স পাওয়া, প্যান কার্ড এবং আধার কার্ড পাওয়া উল্লেখযোগ্য।

Advertisement