ব্রিট বাংলা ডেস্ক :: বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়াচ্ছে চীন, রাশিয়া, ইরান। এমন অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও । যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে মাইক পম্পেও এই অভিযোগ করেন।
মাইক পম্পেও বলেন, জনগণ বিশ্বজুড়ে এবং টুইটারে যে গুজব দেখছে আমি সেগুলো নিয়ে কথা বলতে চাই। এর কিছু কিছু সরকার থেকে ছড়ানো হচ্ছে। আবার কিছু কিছু নির্দিষ্ট গোষ্ঠীদের থেকে ছড়াচ্ছে।এসময় মাইক পম্পেও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সকল জনগণকে করোনা নিয়ে ছড়ানো গুজব এড়িয়ে চলার আহ্বান জানান।
বিশ্বের ১৬৬টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৬০ হাজার মানুষ। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৭ হাজার মানুষ। মারা গেছেন ১১ হাজারেরও বেশি মানুষ।
Advertisement