ডা. মঈনের মৃত্যুতে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক

ব্রিট বাংলা ডেস্ক : সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এবং বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ২০তম ব্যাচের সদস্য ডা. মঈন উদ্দিন আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৮ এপ্রিল হতে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে যান। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন শোকাবিভূত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।

ডা. মঈন ঊদ্দিন বাংলাদেশে করোনাভাইরাসের বিস্তারে সৃষ্ট মহামারী মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন এবং জনগণকে সেবা প্রদান করছিলেন। তাঁর এই আত্মত্যাগকে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন সশ্রদ্ধচিত্তে স্মরণ করছে। একজন নিবেদিত প্রাণ চিকিৎসক হিসেবে ডা. মঈন দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তা সরকারি চাকরিজীবীসহ সকল দায়িত্বশীলদের জন্য অনুপ্রেরণা যোগাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে স্বাস্থ্যকর্মী, পুলিশ, সামরিক বাহিনী, মাঠ প্রশাসনসহ করোনা প্রতিরোধে যারা সম্মুখে থেকে দেশবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন তাঁদের প্রতি বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে করোনা মোকাবেলায় সরকারের সিদ্ধান্ত ও নীতিমালা বাস্তবায়নে বদ্ধপরিকর।

Advertisement