লকডাউনে গৃহ নির্যাতন এবং যৌন হয়রানীর শিকার এবং অসহায় শিশু , আধুনিক দাস প্রথায় ভুক্তভোগিদের সহযোগিতার জন্যে এই অর্থ ব্যয় করা হবে
ব্রিটবাংলা ডেস্ক : করোনা ভাইরাসের লকডাউনের মধ্যে অসহায়দের সহযোগিতার লক্ষ্য ৭৬ মিলিয়ন পাউন্ডের একটি প্যাকেজ ঘোষনা করেছেন কমিউনিটি সেক্রেটারী রবার্ট জেনরিক। শনিবার টেন ডাউনিং স্ট্রীটে নিয়মিত ব্রিফিংয়ে এই ঘোষণা দিয়ে তিনি জানান, গৃহ নির্যাতন এবং যৌন হয়রানীর শিকার যারা, অসহায় শিশু এবং আধুনিক দাস প্রথায় ভুক্তভোগিদের সহযোগিতার জন্যে এই অর্থ ব্যয় করা হবে। এছাড়া দীর্ঘদিন যাবত যারা রাস্তায় রাত্রী যাপন করছে তাদের জন্য স্থায়ী আবাসন তৈরী করতেও সহযোগিতা করবে সরকার। ব্রিফিংয়ে হাউসিং সেক্রেটারী জানান, গত চব্বিশ ঘন্টায় করোনায় বৃটেনে ৬শ ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বৃটেনে করোনায় সর্বমোট মৃতের সংখ্যা ২৮ হাজার ১শ ৩১ জনে গিয়ে দাঁড়াল।
স্কটল্যান্ড ইয়ার্ডের সামনে লকডাউন বিরোধী বিক্ষোভ
এদিকে সরকারের লকডাউনের প্রতিবাদ করে শিশুসহ অন্তত ২০ জনের একটি দল শনিবার লন্ডনে মেট পুলিশের প্রধান কার্যালয়- স্কটল্যান্ড ইয়ার্ডের সামনে বিক্ষোভ করেছে। লকডাউন নীতি অমান্য করে পুলিশের সামনেই তারা একে অন্যের হাত ধরে দাঁড়িয়েছিল একে অন্যের সঙ্গে কোলাকুলি করতেও দেখা গেছে এ সময় তাদেরকে। বিক্ষোভকারীদের হাতে লকডাউনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শ্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন ছিল। লকডাউন অমান্য করে সাধারণ মানুষকে ঘর থেকে বের হবার আহ্বান জানায় তারা। বিক্ষোভকারীরা সামাজিক দুরত্ব বজায় না রেখেই পুলিশের সঙ্গে তর্কে জড়ায়। এসময় তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ।