ব্রিটবাংলা ডেস্ক : কোভিড-১৯ প্রোগ্রামে বিশেষ মন্তব্যের জন্য হিন্দু সম্প্রদায়ের কাছে দু:খ প্রকাশ করে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেছে চ্যানেল এস। গত ৩রা মে, দুপুরে কোভিড-১৯ প্রোগ্রামে এর প্রেজেন্টার মাহি ফেরদৌস জলিল হিন্দু সম্প্রদায় নিয়ে মন্তব্যের পর সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। সাথে সাথেই নিজের অনাকাঙ্খিত ভুলের জন্য দু:খ প্রকাশ করেন তিনি। এছাড়া এক ভিডিও বার্তায় অনাকাঙ্খিত মন্তব্যের জন্য হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন মাহি ফেরদৌস জলিল।
এই ভিডিওটি চ্যানেল এসের ফেসবুক পেইজে রয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক মাধ্যমেও ভিডিওটি শেয়ার হচ্ছে।
এদিকে চ্যানেল এসের এমডি তাজ চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেছেন, চ্যানেল এস গত ষোল বছর ধরে দল-মত এবং সব ধর্মের উর্ধ্বে থেকে ইউকে এবং ইউরোপের বাঙালী কমিউনিটির সেবা করে আসছে। কোভিড-১৯ প্রোগ্রামের প্রেজেন্টার একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত দু:খজনক এবং হিন্দু সম্প্রদায়কে আঘাত দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু চ্যানেল এস কখনো এ জাতীয় মন্তব্যকে প্রশ্রয় দেয় না এবং বিশ্বাস করে না। এ কারণে আবারো চ্যানেল এসের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের কাছে গভীরভাবে দু:খ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন এমজি তাজ চৌধুরী।