জার্মানিতে সাংবাদিকদের ওপর হামলা, সরকারের নিন্দা

ব্রিট বাংলা ডেস্ক :: জার্মানিতে লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সেখানে থাকা পুলিশ সদস্যরাও এতে আহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জার্মান সরকার। গত কয়েকদিনের মধ্যেই দেশটির একাধিক শহরে সাংবাদিকদের টার্গেট করে হামলার ঘটনা ঘটলো।

দেশটির রাজধানী বার্লিনে সপ্তাহের প্রথম দিকে সাংবাদিক ও পুলিশের ওপর হামলা হয়। দেশটিতে ঘোষিত লকডাউনের সময়সীমা বৃদ্ধি নিয়ে একদল লোক প্রতিবাদ সমাবেশ করে। সেখানেই এই হামলা হয়। এতে তিন টিভি সাংবাদিকসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও আহত হন।

জার্মানির আরেক শহর ডর্টমুন্ডেও একই ধরণের ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে।
ঘটনার পর সোমবার জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন সাইবার্ট সাংবাদিক ও পুলিশের ওপর হামলার নিন্দা জানান। তিনি বলেন, প্রতিবাদ মত প্রকাশের একটি উপায়, তবে প্রতিবাদের নামে হামলা কখনো মেনে নেয়া যায় না৷ সাংবাদিকদের বিরুদ্ধে এই আগ্রাসনের তীব্র জানানো দরকার৷ লকডাউনের কঠোরতার বিরুদ্ধে বিক্ষোভের সময় অনেক বিক্ষোভকারীকে বর্নবাদি স্লোগান দিতে দেখা যায়৷ জার্মান সরকারের মুখপাত্র এরও নিন্দা জানান৷

Advertisement