হোয়াইটচ্যাপলে ছিনতাইয়ের অভিযোগে ১ জন অভিযুক্ত

ব্রিটবাংলা ডেস্ক : ইস্ট লন্ডনের বাঙালী অধ্যুষিত হোয়াইটচ্যাপলের একটি নিউজ এজেন্টে ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে পুলিশ।

মেট পুলিশ জানিয়েছে, গত বছরের ১৬ নভেম্বর, হোয়াইটচ্যাপল হাইস্ট্রীটের পাশের অসবোর্ন স্ট্রিটের এমএস এক্সপ্রেস নিউজ এজেন্টসে ছিনতাইয়ের অভিযোগে ১৪ই মে, বৃহস্পতিবার বিলাল আলী নামে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতারের পর তাকে অভিযুক্ত করা হয়।

বিলাল আলী প্রিন্সলেট স্ট্রীটের বাসিন্দা। তাকে আজ থেমস ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করার কথা রয়েছে।

Advertisement