হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মর্তুজ আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ অন্তত ১০ জন।
আজ মঙ্গলবার দুপুরে হারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ তিনজনকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাধবপুরের হারিয়া গ্রামে জমি নিয়ে শামসুল হক ও মকবুল মিয়ার মধ্যে পূর্ববিরোধ ছিল। আজ মকবুল মিয়ার লোকজন বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে প্রতিপক্ষ সামছুল হক এবং তাঁর লোকজন বাধা দেন। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে বৃদ্ধ মর্তুজ আলীকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফজলুর রহমান নামের আরেক বৃদ্ধের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমদ জানান, বিরোধপূর্ণ জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় তাৎক্ষণিক তিনজনকে আটক করা হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে।