যুক্তরাজ্য জাসদে ভাঙ্গন!!আম্বিয়া-বাদল-প্রধানের প্রতি আস্থা প্রকাশ

ব্রিটবাংলা রির্পোট:স্বাধীনতা পরবর্তী বিপ্লব আর সমাজতন্ত্রের লাল ঝান্ডার পতাকা উত্তোলনের মধ্যদিয়ে যাত্ৰা শুরু জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ৷

বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মাধ্যমে শ্ৰেনী সংগ্রামের মাধ্যমে সমাজ পরিবর্তনের স্বপ্নদেখা জাসদ বাংলাদেশের রাজনীতিতে প্রথম বিরোধীদল কিন্তু কালের আবর্তনে ঐতিহ্য আর সংগ্রামের বিরত্ব গাথা দলটি বিভিন্ন সময়ে নেতৃত্ব মত বিরোধের পাশাপাশি ক্ষমতার রাজনীতি নিয়ে দ্বন্দ সন্দেহের কারনে বারবার বিভাজনে এবং ভাঙ্গনের সংস্কৃতিতে নিজেদের সফে দিয়ে কয়েক ভাগে ভাগ হয়েছে

সাম্প্রতিক সময়ে আবারো নব্বই এর গনআন্দোলনের নেতৃত্ব প্রদানকারী প্রধান দল গুলোর অন্যতম জাসদ ইনু নামে পরিচিত আবারো দু্টি ধারায় বিভক্ত হয়ে যায় ৷ একটি অংশ বর্তমান সরকারের মন্ত্রি হাসানুল হক ইনু এমপি ও নারী নেত্রী বেগম শিরিন আক্তার এমপির নেতৃত্বাধীন

এবং অপর অংশ শরিফ নূরুল আম্বিয়া মহিউদ্দিন খান বাদল এমপি ও নাজমুল হক প্রদান এমপির অংশ হিসেবে পরিচিত ৷

দুটো অংশই ১৪ দলের জোট ভুক্ত এবং মহা জোট সরকারের অংশ ৷

গত একবছর যুক্তরাজ্যে জাসদের কমিটির বিভাজন লক্ষ্য করা যায়নি ৷

যুক্তরাজ্য জাসদ ছিলো ইনু গ্রুফের অনুসারী৷

কিন্তু মঙ্গলবার লন্ডনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক আত্ম প্রকাশ করে আম্বিয়া প্রধানের অনুসারী জাসদ ৷

পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জাসদ নেতা সৈয়দ এলাহী হক শেলু

লিখিত বক্তব্য পাঠ করেন জাসদ কেন্দ্রিয় নেতা নবগঠিত কমিটির সভাপতি শামীম আহমদ

ধন্যবাদ বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোহাম্মদ জুনেদ উর রহমান ৷

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাএনেতা সাব্বির চৌধুরী,নিজাম উদ্দিন সহ বিপুল সংখ্যাক নেতাকৰ্মী ৷

সংবাদ সম্মেলনে ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়৷

সংবাদ সম্মলেনে কেন্দ্রিয় জাসদ নেতা সাবেক ডাকসু সাধারন সম্পাদক মুস্তাক হোসেন ও কেন্দ্রিয় জাসদ নেতা সিলেট মহানগর সভাপতি জাকির আহমদ টেলি ফোনে তাদের সিদ্ধান্ত কে স্বাগত জানান৷

সভায় লিখিত বক্তব্যে পাঠকদের জন্য তুলে ধরা হলো- প্রিয় সাংবাদিক বন্ধুগণ ,

শুভেচ্ছা ও স্বাগতম , আমাদের আমন্ত্রনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে
যুক্তরাজ্য জাসদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ৷

প্রথমেই গভীর শ্রদ্বায় স্মরণ করছি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
এবং ১৫ ই আগস্ট ৭৫ সালে নিহত বঙ্গবন্ধুর পরিবারবর্গ সহ সবাইকে ,তীব্র নিন্দা জানাচ্ছি এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ।

গভীর শ্রদ্বায় স্মরণ করছি সিদ্দিক মাস্টার , শহীদ কর্নেল আবু তাহের , কাজী আরেফ আহমদ ,ডঃ মিলন , শাজাহান সিরাজ , তপন, মনির, জুয়েল সহ জাতীয় সমাজতান্ত্রিক দল –জাসদ এর জন্মলগ্ন থেকে আন্দোলন – সংগ্রামে শহীদ এবং আহত সকল সাথীদের ।
গভীর শ্রদ্বায় স্মরণ করছি মরহুম মেজর এম এ জলিল ,মরহুম ডঃআখলাকুর রহমান ,
মরহুম আক্তার আহমদ ,মরহুম জাফর সাজ্জাদ কিচ্ছু ,মরহুম মাহবুবুর রব সাদি , মরহুম এম এ মতিজ সহ সকল নেতা-কর্মীদের যারা চির দিনের জন্য আমদের ছেড়ে চলে গেছেন , আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি ।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ ,

আপনারা জানেন যে বিগত ১২ মার্চ ২০১৬ ইংরেজি জাতীয় সমাজতান্ত্রিক দল – জাসদ এর কেন্দ্রীয় কাউন্সিলে অহেতুক বিশৃংখলা ও গোলযোগ সৃষ্টি করে কাউন্সিল ভণ্ডুল করে দেয়ার চেষ্টা এবং সিনিয়র নেতাদের বক্তব্য দেয়ার সুযোগ না দেয়ার কারনে অধিকাংশ কাউন্সিলার বিক্ষুদ্ধ হয়ে ওঠেন এবং প্রতিবাদ করতে থাকেন । পরবর্তীতে অধিকাংশ কাউন্সিলার জনাব শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি , জনাব মইন উদ্দিন খান বাদল এম পি-কে কার্যকরী সভাপতি ও জনাব নাজমুল হক প্রধান এম পি-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে জাসদের নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করেন ৷

জাসদের এই ভাঙ্গন দেশে বিদেশে জাসদ নেতা কর্মীদের হতাশাগ্রস্ত করে এবং ভেঙ্গে যাওয়া জাসদের ঐক্যের জন্য তারা সক্রিয় হন । কিন্তু কালক্রমে দেখা যায় যে , জনাব হাসানুল ইনুর নেতৃত্বাধীন জাসদ একটি স্বার্থান্বেষী গোস্টির কাছে জিম্মি হয়ে গেছে , ঐক্যের যেকোন প্রচেষ্টা তারা ভণ্ডুল করে দিচ্ছে ৷

মূল সমস্যা হলো এই প্রশ্নকে সামনে রেখেঃ
জাসদ কি এক ব্যক্তি ও তার সিন্ডিকেট দ্বারা চালিত হবে , না যৌথ নেতৃত্বে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতিতে চালিত হবে ?
১৯৭২ সালে জাসদ জন্মলগ্ন থেকে যৌথ নেতৃত্বে পরিচালিত হয়েছে ,যখনই কোন বিশেষ ব্যাক্তি সংগঠনেকে কব্জা করার চেষ্টা করেছেন , তখনই সংগঠনের নেতা –কর্মীরা তাকে প্রত্যাখ্যান করে এগিয়ে গেছেন ৷

এবারেও ২০১৬ সালের ১২ই মার্চ জাসদের কাউন্সিলারবৃন্দ ব্যাক্তিবিশেষের দখল থেকে সংগঠনকে মুক্ত করে ১৯৭২ সালের প্রতিষ্ঠালগ্নের আদর্শে যৌথ নেতৃত্ব পুনঃস্থাপন করেছেন ৷
একই ধারায় নেতা- কর্মীদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে জাসদের মূল রাজনীতিকে এগিয়ে নিতে আমরা যুক্তরাজ্য জাসদকে পুনর্গঠন করেছি ৷
আমরা মনে করি জনাব শরীফ নুরুল আম্বিয়া , জনাব মইন উদ্দিন খান বাদল এবং নাজমুল হক প্রধানের নেতৃত্বে জাসদ তার ঐতিহ্যকে ধারণ করে সঠিক পথে এগিয়ে যাচ্ছে ৷
জাসদ গনতন্ত্র-সাম্য-ন্যায়বিচার নিশ্চিত করার আন্দোলনে অঙ্গিকারবদ্ধ ৷ প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জাসদ সামনের কাতারে থাকবে এবং পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে ৷

পুনর্গঠিত যুক্তরাজ্য জাসদের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া এই সংবাদ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য ( পুনর্গঠিত যুক্তরাজ্য জাসদের কমিটির তালিকা সংযোজিত করা হল

আপনাদেরকে আবারো ধন্যবাদ ৷

জয় বাংলা
বাংলার মেহনতি মানুষের জয় হউক ৷

শামীম আহমদ ৷
সভাপতি
জাতীয় সমাজতান্ত্রিক দল – জাসদ , যুক্তরাজ্য ৷
লন্ডন , ২৯/০৮/ ২০১৭ ইংরেজি ৷

Advertisement