ব্রিট বাংলা ডেস্ক : সিলেট জেলায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা দুই হাজার পেরিয়েছে, যাদের মধ্যে গত ১৪ দিনেই শনাক্ত হয়েছেন প্রায় পাঁচশ রোগী।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল বুধবার সিলেট জেলায় নতুন করে শনাক্ত হয়েছে ৬৮ জন। সব মিলিয়ে সিলেট জেলায় এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে ২ হাজার ১২ জনের।
সিলেটে করোনায় আক্রান্ত দুই হাজারের মধ্যে প্রথম ১ হাজার জন আক্রান্ত হয়েছিলেন ৬৬ দিনে আর শেষ ৫০০ আক্রান্ত হতে সময় লেগেছে মাত্র ১৪ দিন।
Advertisement