সিলেট অফিস :: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর ‘দুর্ব্যবহারের’ প্রতিবাদে মানববন্ধন করেছেন হিজড়া জনগোষ্ঠীর লোকজন। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর রিকাবীবাজারে স্টেডিয়াম মার্কেটের সামনে এ মানববন্ধন করা হয়।
মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবিতে এবং মেয়র আরিফ কর্তৃক ‘দুর্ব্যবহারের’ প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে তিনটি সংগঠন। সংগঠনগুলো হলো- সিলে হিজড়া কল্যাণ সংস্থা, নারী উদ্যোগ কল্যাণ সমিতি ও সিলেট হিজড়া বাউল সংগঠন।
মানববন্ধনে মিজান মিয়া, কমলা বেগম, তুষার, পায়েল, নিলীমা, হাসি, ময়ুরী, রুমা, শুভ, মোস্তফা, সাদ্দাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে হিজড়া জনগোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়, গত বৃহস্পতিবার হিজড়াদের দ্বারা পরিচালিত একটি চটপটির দোকান ভাঙচুর করেন মেয়র আরিফুল হক চৌধুরী। ওই সময় এক হিজড়াকে মারধরও করেন তিনি।
সমাজের অবহেলিত সম্প্রদায়ের লোকদের প্রতি এটি গর্হিত কাজ বলে তারা অবহিত করেন।
করোনাকালে হিজড়ারা ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে মানববন্ধন থেকে তাদের উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টির দাবি জানানো হয়।