বার্মিংহ্যামে এক রাতে ৭০টি পার্টি বন্ধ করেছে পুলিশ : পার্টি আয়োজকের সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড জরিমানার বিধান আসছে ইংল্যান্ডে

ব্রিটবাংলা ডেস্ক : ইংল্যান্ডে করোনা সংক্রমন ঠেকাতে আগামি শুক্রবারে আরো কঠোর ঘোষণা আসতে পারে টেন ডাউনিং স্ট্রীট থেকে। বিশেষ করে লকডাউন নিয়ম ভেঙ্গে যারা ঘরে বা বাইরে ৩০ জনের অধিক মানুষের উপস্থিতিতে পার্টির আয়োজন করবেন সেই আয়োজকদের সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড জরিমানার বিধান আসছে ইংল্যান্ডে। শুক্রবার প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘোষণা দিতে পারেন।

করোনার সংক্রমন ভয়াবহ রূপ নিচ্ছে ব্রিটেনে। বিশেষ করে উত্তর ইংল্যান্ডের অবস্থা আশংকাজনক। সংক্রমন ঠেকাতে স্থানীয়ভাবে লকডাউন আরোপ করা হচ্ছে। ওল্ডহ্যাম, ব্ল্যাকবার্ন, প্যান্ডলসহ গ্রেটার ম্যানচেস্টারের বেশ কয়েকটি শহরে কঠোর লকডাউন চলছে। করোনা সংক্রমনের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে বার্মিংহ্যামেও। আপতত পাবলিক হেলথ ইংল্যান্ডের বিশেষ নজরদারীতে রয়েছে বার্মিংহ্যাম। তারপরেও বার্মিংহ্যামে গত কয়েক সপ্তাহ ধরে লকডাউন নিয়ম ভাঙ্গে বিশাল ঘরোরা এবং স্ট্রীট পার্টির আয়োজন চলছে।

বার্মিংহ্যাম এলাকায় রোববার রাতে প্রায় ৭০টি অবৈধ পার্টি ভঙ্গ করেছে পুলিশ। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, সবচাইতে বড় পার্টি ছিল নর্থফিল্ডে। দুটি মার্কি টানিয়ে এখানে ডিজে পার্টির আয়োজন করা হয়। রোববার বিকেলে খবর পেয়ে পুলিশ তা বন্ধ করে দেয়। এরকম ছোট-বড়, ঘরোয়া এবং স্ট্রীট পার্টি মিলে প্রায় ৭০টি পার্টি এক রাতে বন্ধ করে পুলিশ। আর গত সপ্তাহে বার্মিংহ্যাম সিটি সেন্টারে প্রায় ৩ শ মানুষের উপস্থিতিতে বিশাল পার্টিসহ ছোট বড় প্রায় প্রায় ৮০ টি পার্টি বন্ধ করেছে পুলিশ।

এদিকে সেপ্টম্বরে স্কুল চালু হবে। তার আগে করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে রাখতে শুক্রবার লকডাউনের নিয়ম পালনে ক্ষেত্রে আরো কঠোর হচ্ছে সরকার। এরি অংশ হিসেবে ইংল্যান্ডের পুলিশকে আরো ক্ষমতা দেবে সরকার। সরকার ঘোষিত নির্ধারিত স্থানগুলোতে মাস্ক ব্যবহার না করলে ১শ পাউন্ড থেকে সর্বোচ্চ সাড়ে তিন হাজার পাউন্ড জরিমানা করতে পারবে পুলিশ। আর লকডাউন নিয়ম অমান্য করে ৩০ জনের অধিক মানুষের উপস্থিতিতে ঘরে বা বাইরে কোনো পার্টির আয়োজন করলে আয়োজককে সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড জরিমানা করার ক্ষমতা দেওয়া হবে পুলিশকে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসতে পারে। একই নিয়ম স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলস কর্তৃপক্ষ চাইলেও চালু করতে পারবে।

 

Advertisement