ব্রিট বাংলা ডেস্ক :: গত ৭ জুন চট্টগ্রামের পটিয়ায় নববধূ গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা ও এক নম্বর আসামি হান্নানকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন কলেজ বাজারের প্রাইমারি স্কুল সংলগ্ন রাস্তা থেকে হান্নানকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান অন্য সহযোগীদের নিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্য তিন ধর্ষক জুয়েল (২৮) এবং মিন্টুকে (৩৩) গত ১৮ জুন এবং মো. আবু তাহের ওরফে মন্টুকে (৩০) গত ৯ সেপ্টেম্বর গ্রেপ্তার করে পটিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব।
মামলার বিবরণে প্রকাশ, গত ৭ জুন সন্ধ্যার পর হান্নান, মন্টু, জুয়েল এবং মিন্টু নামে চার বখাটে যুবক তিন দিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া ওই নবদম্পতিকে স্ত্রীর বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পথে পথরোধ করে। এরপর টেনেহিঁচড়ে আধা কিলোমিটার দূরে একটি পুকুর পাড়ে নিয়ে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। এ ঘটনায় জড়িত চার জনকেই গ্রেপ্তার করেছে র্যাব।