যুক্তরাজ্যের প্রাচীনতম ক্যারম খেলার প্রতিষ্ঠান
সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র উদ্যোগে লন্ডনে ৩য় গোল্ডকাপ ক্যারাম টুর্নামেন্ট “২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ফাইন্যাল খেলায় জামান ও ইমরানকে ২-শূন্য গেইমে পরাজিত করে ৩য় গোল্ডকাপ ক্যারাম টুর্নামেন্টের চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন রাশেদ ও বারেক। ৩য় ও ৪র্থ স্থান অর্জন করেন যথাক্রমে আলম ও রাজ এবং রিংকু ও মুন্না জুটি।
এ উপলক্ষে স্ব্যাস্থব্যাধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে রোরববার সন্ধ্যায় পূর্ব লন্ডনের সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র ভবনে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাউন্ডটেক ক্যারাম ক্লাবের সাধারণ সম্পাদক ও এম এ খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রহমান খান সুজা।
সাইদুর রহমানের পরিচালনায় ও রাশেদ আলী তালুকদারের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ব্রিটেনের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস এর চীফ রিপোর্টার মোহাম্মাদ জুবায়ের। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও লন্ডন বাংলা ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিনিটি ব্যাক্তিত্ব আব্দুল আহাদ, ৫২ টিভির নিউজ ডিরেক্টর এম এ জামান, লন্ডন বাংলা প্রেসক্লাবের ইভেন্ট সেক্রেটারি মো: রেজাউল করিম মৃধা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মাদ জুবায়ের বলেন, মহামারি করোনা ভাইরাস আক্রমণের কারণে মানুষ ভয়াবহ আতংকের মধ্যে ছিলেন। বিনা প্রয়োজনে বাইরে বের হচ্ছেন না। সেই কঠিন সময়ে মানুষের মন ভাল করতে সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে এই টুর্নামেন্ট আয়োজন করে ক্যারাম খেলার জগতে এক দু:সাহসিক ভূমিকা রেখেছে।
প্রধান বক্তা মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন, ১৯৯৭ সালে মাত্র ৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল ব্রিটেনে প্রথম বাংলাদেশি মালিকানাধীন ক্যারাম ক্লাব সাউন্ডটেক ক্যারাম ক্লাব। এই ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সক্রিয় ভুমিকা রেখেছেন প্রতিষ্টাতা সভাপতি আব্দুর রহমান খান সুজা। আজ এই ক্লাব সর্বজন স্বীকৃত একটি প্রতিষ্ঠিত ক্যারাম ক্লাবে পরিণত হয়েছে। এসব সম্ভব হয়েছে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ এবং সাহায্য সহযোগিতার জন্য। ৩য় গোল্ডকাপ ক্যারাম”২০ সফলভাবে সমাপ্ত করার জন্য তিনি আয়োজক আব্দুর রহমান খান সুজার ভূয়সী প্রসংসা করেন।
লন্ডনের ক্যারাম খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ও ৩য় গোল্ডকাপ ক্যারাম”২০ সফলভাবে সম্পন্ন করার জন্য আয়োজক এবং ক্লাবের প্রতিস্টাতা সভাপতি আব্দুর রহমান খান সুজাকে ফ্রেন্ডস এসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বিশেষ ভাবে সম্মানিত করা হয়। এছাড়াও প্রধান অতিথি ও গোল্ডকাপ ক্যারাম বিজয়িদের ফুল দিয়ে বরণ করা হয়। ফাইনাল খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন সোনাহর আলি রিংকু ও সাইদুর রহমান। রাশেদ আলী তালুকদারকে ম্যান অফ দ্যা ম্যাচ ঘোষনা করা হয়।
সভাপতির বক্তব্যে আয়োজকদের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমান খান সুজা বলেন, লন্ডনের সেরা খেলোয়াড়দের ৪২টি টিম ৮ টি গ্রুপভিত্তিক এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করে । এই টুর্নামেন্ট সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, এই ক্লাবের প্রতিটি টুর্নামেন্ট ব্যাতিক্রমি, গোল্ডকাপে অংশগ্রহনকারি সকল খেলোয়াড়দের নাম ও ছবি বহুল প্রতিষ্ঠিত ম্যাগাজিনে প্রকাশ করা হবে। এছাড়াও ২০২০ সালে সাউন্ডটেক ক্যারাম ক্লাব বিভিন্ন ক্যাটাগরিতে এওয়ার্ড প্রদান করা হবে।