তথ্যমন্ত্রীর সুস্থতা কামনায় ইউএইতে অবস্থানরত সাংবাদিকদের উদ্যোগে দোয়া মাহফিল

করোনা ভাইরাসে আক্রান্ত তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপির রোগ মুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করেছে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন গণমাধ্যম কর্মরত বাংলাদেশী  সাংবাদিকরা। ২১ অক্টোবর সন্ধ্যায় দুবাই ব্রেকফাস্ট রেস্টুরেন্ট হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা ফজলুল কবির চৌধুরী।  এতে আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, দুবাই বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল হক, সাংবাদিক মাহাবুব হাসান হৃদয়, সাংবাদিক  শিবলী আল সাদিক, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, সাংবাদিক মোহাম্মদ রনি, কমিউনিটিনেতা কাজী মোহাম্মদ আলী, সাইফুদ্দিন আহমেদ, জনতা ব্যাংক দুবাই শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল মালেক, দুবাই বাংলাদেশ কনস্যুলেট (সিজি) বিশেষ সহকারী আনিসুর রহমান, মোহাম্মদ মঈনুল হোসেন, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির মোহাম্মদ ফয়েজ আহমেদ, মোহাম্মদ আবু তৈয়ব প্রমখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ দলমত নির্বিশেষে আমাদের অভিভাবক, আমাদের ঠিকানা। তার হঠাৎ অসুস্থতায় আমরা চিন্তিত। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি।
Advertisement