ব্রিট বাংলা ডেস্ক :: প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে আইন অঙ্গণে অপূরণীয় ক্ষতি সাধিত হলো বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন। প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে শোকপ্রকাশ করে তিনি এ মন্তব্য করেন।
মাহবুব হোসেন বলেন, ব্যারিস্টার রফিক-উল হক সারাজীবন আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করেছেন। তিনি দলমত দেখতেন না। তিনি দেখতেন আসলে তিনি বিচারপ্রার্থী কিনা। সেজন্য আওয়োমী লীগ-বিএনপি-জাতীয় পার্টি সবার মামলা লড়তেন। যা এখন অনেক আইনজীবীদের মধ্যেই দেখা যায় না।
বিএনপির এই নেতা আরও বলেন, আইন বিষয়ে যদি আমরা কখনো জটিল সমস্যার সম্মুখীন হতাম, তখন একে অপরের সঙ্গে আলাপ-আলোচনা করতাম।
আলোচনার এক পর্যায়ে সমস্যার সমাধান বের হয়ে যেতো। আল্লাহ তার জান্নাত নসীব করুন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদন জ্ঞাপন করেন খন্দকার মাহবুব।