ব্রিটবাংলা ডেস্ক : টাওয়ার হ্যামলেটসের দ্যা টেইল অব ইন্ডিয়া রেস্টুরেন্ট পুরো হাফটার্ম হলিডেতে প্রতিদিন ১শ প্যাকেট গরম খাবার বিতরণ করেছে স্কুল শিশুদের মাঝে। এই প্রতিষ্ঠানের মালিক জুবায়ের লস্কর জানালেন, সংবাদ মাধ্যমে ম্যানচেষ্টার ইউনাইটেডের স্ট্রাইকার রাশফোর্ডের ক্যাম্পেইন দেখে তিনি এতে উৎসাহি হন। এর আগে করোনার সময় তিনি এনএইচএস স্পাঠ এবং করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে অন্তত ৫ শ প্যাকেট গরম খাবার বিতরন করেছে । তাকে তার স্টাফরাও সহযোগিতা করেন এই মহতী কাজে।
Advertisement