হাড্ডাহাড্ডি লড়াই, জিততে পারেন যে কেউ

ট্রাম্প পেয়েছেন ২১০টি ইলেকটোরাল কলেজ ভোট। সিএনএনের প্রক্ষেপিত ফলে জো বাইডেন ইলেকটোরাল কলেজ ভোটে ২০৫ টিতে এগিয়ে আছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এগিয়ে আছেন ১১৪টিতে। তবে যে কয়টি সুইংস্টেট ফল নির্ধারণ করে থাকে তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ ফ্লোরিডায় জয় পেয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর ফলে তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথ সুগম হয়েছে। আল জাজিরার প্রক্ষেপণে বলা হয়েছে জো বাইডেন ইলেকটোরাল কলেজ ভোটে ২১৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। ট্রাম্প পেয়েছেন ১১৮ ভোট। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রক্ষেপণে বলা হয়েছে জো বাইডেন ১৯২টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন। ট্রাম্প পাচ্ছেন ১১৪টি ভোট। একই তথ্য দিচ্ছে অনলাইন বিবিসি। তবে ফ্লোরিডায় ট্রাম্প জিতে যাওয়ায় এই প্রক্ষেপণ পাল্টে যেতে পারে। জর্জিয়া, নর্থ ক্যারোলাইনার মতো সুইংস্টেটগুলো থেকে সবেমাত্র ফল আসা শুরু হয়েছে। রক্ষণশীলদের রাজ্য বলে পরিচিত আলাবামা, ইন্ডিয়ানা, কেন্টাকি এবং টিনেসিতে জয় পেতে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রেটপন্থি ম্যাসাচুসেটস, ভারমন্ট এবং ভার্জিনিয়ায় জয় পেতে চলেছেন জো বাইডেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, অতি গুরুত্বপূর্ণ ফ্লোরিডায় সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। এই রাজ্যটিতে যিনি বিজয়ী হন, তারই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ রাজ্যে যদি জো বাইডেন হেরেও যান তবুও তার প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এখন পর্যন্ত যে প্রক্ষেপণ দেয়া হচ্ছে, তাতে সেই আভাসই দিচ্ছে। রয়টার্স বলছে ফ্লোরিডায় শতকরা ৫০.৫ ভাগ ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। বাইডেন শতকরা ৪৮.৫ ভাগ ভোট নিয়ে তাকে পিছু ধাওয়া করছেন। তবে অন্য ব্যাটলগ্রাউন্ডগুলোতে প্রাধান্য বিস্তার করছেন জো বাইডেন। ফলে তার জন্য ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট অর্জন করার বেশ সুযোগ আছে। তিনি নর্থ ক্যারোলাইনায় শতকরা ৫২.৫ ভাগ ভোট নিয়ে এগিয়ে আছেন। শতকরা ৪৬.৪ ভাগ ভোট নিয়ে পিছিয়ে রয়েছেন ট্রাম্প। নির্বাচন বিষয়ক বিশ্লেষকরা বলছেন, নর্থ ক্যারোলাইনায় আগেভাগেই ভোট গণনা শুরু হয়েছে। কারণ, সেখানে নির্বাচনের কয়েক সপ্তাহ আগে থেকেই মেইলে ভোট নেয়া হয়। সেই ভোট গণনা শুরু হয়েছে আগেই। এ জন্য সেখানকার ফল তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে। এ ছাড়া ওহাইওতে এগিয়ে আছেন জো বাইডেন। সেখানে তিনি পেয়েছেন শতকরা ৫৫.৩ ভাগ ভোট। ট্রাম্প পেয়েছেন শতকরা ৪৩.৫ ভাগ ভোট। তবে টেক্সাসে একেবারে মুখোমুখি দুই প্রার্থী ট্রাম্প ও বাইডেন। সেখানে বাইডেন পেয়েছেন শতকরা ৪৯.৪ ভাগ ভোট। বাইডেন পেয়েছেন শতকরা ৪৯.৩ ভাগ ভোট।

Advertisement